নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): বিগত বছরের মতো এবছরও ভারতের সশস্ত্রবাহিনীর সঙ্গে দীপাবলি পালন করছেন প্রধানমন্ত্রী। এবারের দীপাবলি ভারতীয় নৌসেনার সঙ্গে কাটাতে তিনি গোয়ায় আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন। বিশেষ এই অনুষ্ঠানের জন্য সোমবার সকালে সেনার পোশাকেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীকে আত্মনির্ভরতার বার্তাও দিয়েছেন তিনি।
নৌবাহিনীর মনোবল বৃদ্ধির জন্য দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী গোয়ায় আইএনএস বিক্রান্ত পরিদর্শন করেছেন। অনুষ্ঠানে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন যে গত এক দশক ধরে আমাদের সশস্ত্র বাহিনী দ্রুত স্বনির্ভরতার দিকে এগিয়ে চলেছে।
অপারেশন সিঁদুর এর উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী তিন সশস্ত্র বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয়ের প্রশংসা করেছেন এবং বলেছেন যে এর ফলে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। প্রধানমন্ত্রী বলেন যে ভারতীয় নৌবাহিনীর দ্বারা সৃষ্ট ভয়, ভারতীয় বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, অসাধারণ সমন্বয়ের ফলে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে এত দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য করেছে।
প্রধানমন্ত্রী আইএনএস বিক্রান্তকে আত্মনির্ভর ভারতের স্তম্ভ হিসেবে বর্ণনা করেন| দেশের সেনাবাহিনীকে তাঁর পরিবার বলে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন যে প্রতি বছরের মতো তিনিও তাঁর পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে এসেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ