গোবর্ধন পুজোর শুভেচ্ছা যোগীর, তুলে ধরলেন গবাদি পশু কল্যাণের উদ্যোগের কথা
গোরক্ষপুর, ২২ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে গোবর্ধন পুজো করেন। পূজার্চনার পাশাপাশি গবাদি পশুদের খাবারও খাওয়ান মুখ্যমন্ত্রী যোগী। পাশাপাশি তুলে ধরলেন গবাদি পশু কল্যাণে উত্তর প্রদেশ স
গোবর্ধন পুজোর শুভেচ্ছা যোগীর, তুলে ধরলেন গবাদি পশু কল্যাণের উদ্যোগের কথা


গোরক্ষপুর, ২২ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে গোবর্ধন পুজো করেন। পূজার্চনার পাশাপাশি গবাদি পশুদের খাবারও খাওয়ান মুখ্যমন্ত্রী যোগী। পাশাপাশি তুলে ধরলেন গবাদি পশু কল্যাণে উত্তর প্রদেশ সরকার গৃহীত উদ্যোগের কথা।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আজ পবিত্র গোবর্ধন পুজো, পাঁচ দিনের মহা দীপোৎসবের অংশ। আমি এই উপলক্ষ্যে সমগ্র দেশকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। গোবর্ধন পুজো উদযাপন ভারতের কৃষিপ্রধান অর্থনীতির প্রতীক। এদিন সকালে এখানে গোমাতা পুজো এবং তাদের সেবা করার সুযোগ পেয়ে আমি ভাগ্যবান। ভারতীয় গবাদি পশু ভারতের সমৃদ্ধির ভিত্তি। আজও, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায়, গোবর্ধন যোজনার আওতায় দেশে গোবর থেকে জৈব-সার এবং ইথানল তৈরির উদ্ভাবনী কর্মসূচি চালু করা হয়েছে, যা গবাদি পশু সংরক্ষণ এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande