গাছ বাঁচাতে প্রতীকি ভাইফোঁটা সুন্দরবন এলাকার রায়দীঘিতে, সামিল পুলিশকর্মীরাও
কলকাতা, ২৩ অক্টোবর (হি. স.) : সুন্দরবন এলাকায় গাছ বাঁচাতে প্রতীকি ভাইফোঁটার আয়োজন। আজকের এই দিনে গাছের গোড়ায় ও গায়ে ফোঁটা দেন পুলিশ কর্মীরাও। মূলত, বৃক্ষ সংরক্ষণের বার্তা দিতেই এমন সিদ্ধান্ত। যেমন ভাবনা তেমন কাজ। এদিন রায়দীঘিতে গাছে ফোঁটা দি
সুন্দরবন এলাকায় গাছেও প্রতীকি ভাইফোঁটা


কলকাতা, ২৩ অক্টোবর (হি. স.) : সুন্দরবন এলাকায় গাছ বাঁচাতে প্রতীকি ভাইফোঁটার আয়োজন। আজকের এই দিনে গাছের গোড়ায় ও গায়ে ফোঁটা দেন পুলিশ কর্মীরাও।

মূলত, বৃক্ষ সংরক্ষণের বার্তা দিতেই এমন সিদ্ধান্ত। যেমন ভাবনা তেমন কাজ। এদিন রায়দীঘিতে গাছে ফোঁটা দিলেন পুলিশকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ কর্মীরা নতুন পোশাকে সেজে আসেন। এরপর গাছে ফোঁটা দেওয়ার প্রস্তুতি শুরু করেন। সমস্ত কিছু দেখভাল করেন রায়দীঘি থানার আইসি মানস চ্যাটার্জি।

উল্লেখ্য, রায়দীঘি এলাকাটি সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে। ওই এলাকায় গাছ বসানোর প্রয়োজনে সারা বছর কর্মসূচি পালন করে থাকে রায়দীঘি থানা ও মথুরাপুর ২ নং ব্লক প্রশাসন।

এদিকে, বছরভর বসানো গাছগুলি পর্যালোচনা বৈঠক ডাকা হয়। এই পদক্ষেপের নিয়মিতভাবে সেগুলিও খতিয়ে দেখা হয়। এদিন সেই গাছগুলিতেও ফোঁটা দেওয়া হয়েছে। ওই কর্মসূচি নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।

প্রসঙ্গত, ভাইফোঁটার দিনে গাছে ফোঁটা দিয়ে বৃক্ষরোপণের বার্তা ও প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি সংশ্লিষ্ট গাছগুলি যত্ন করে ভাইয়ের মত বড় করার বার্তা দিতে পুলিশের পক্ষ থেকে এদিন ওই কাজ করা হয়েছে।

ঘটনায় প্রকাশ, গাছে ফোঁটা দেওয়া শেষ হলে থানা প্রাঙ্গণে আসল ভাইফোঁটার জন্য এদিন আয়োজন করা হয়। পুলিশকর্মীদেরও ফোঁটা দেওয়া হয়েছে। ভাইফোঁটা উপলক্ষ্যে থানা প্রাঙ্গণে উৎসবের মেজাজ বজায় ছিল।

উদ্যোক্তাদের তরফেও আরো জানানো হয়েছে যে, পুলিশের পক্ষে সামাজিক বার্তা পৌঁছে দিতেই একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। তবে এই ভাইফোঁটার কর্মসূচি সকলের মনে জায়গা করে নিয়েছে। এদিনের অনুষ্ঠানে যোগদানকারীদের তরফেও বাড়িতে ফিরে গিয়ে গাছের যত্ন নেওয়ার অঙ্গীকারের সঙ্গে তা বড় করে তোলার বার্তা অন্যান্যদের কাছে পৌঁছে দিতে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande