দুর্গাপুর ধর্ষণকাণ্ডে তদন্তে নতুন দিক, মহকুমা উপ-সংশোধনাগারে অভিযুক্তদের টিআই প্যারেড সম্পন্ন
দুর্গাপুর, ২৪ অক্টোবর (হি.স.) : দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ নিল পুলিশ। শুক্রবার দুর্গাপুর মহকুমা উপ-সংশোধনাগারে অভিযুক্তদের মুখোমুখি করিয়ে টেস্ট আইডেন্টিফিকেশন (টিআই) প্য
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে তদন্তে নতুন দিক, মহকুমা উপ-সংশোধনাগারে অভিযুক্তদের টিআই প্যারেড সম্পন্ন


দুর্গাপুর, ২৪ অক্টোবর (হি.স.) : দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ নিল পুলিশ। শুক্রবার দুর্গাপুর মহকুমা উপ-সংশোধনাগারে অভিযুক্তদের মুখোমুখি করিয়ে টেস্ট আইডেন্টিফিকেশন (টিআই) প্যারেড করানো হয়।

ঘটনায় গ্রেফতার হওয়া ছয়জনের মধ্যে অভিযুক্ত সহপাঠী ওয়াসিফ আলি বাদে বাকি পাঁচজন শেখ নাসিরউদ্দিন, শেখ সফিকুল, শেখ রিয়াজউদ্দিন, ফিরদৌস শেখ এবং অপু বাউরি — এই টিআই প্যারেডে উপস্থিত ছিল। এঁদের সবার বাড়ি দুর্গাপুরের বিজড়া গ্রামে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে কলেজ থেকে খাবার খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার হন ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রী। ঘটনার পর রাজ্যজুড়ে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইতিমধ্যেই পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে এবং একাধিকবার আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের। বিগত বুধবার আদালত ধৃতদের জামিন খারিজ করে টিআই প্যারেডের নির্দেশ দেন ও ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বজায় রাখেন।

শুক্রবার দুপুরে নির্যাতিতাকে তাঁর মায়ের সঙ্গে দুর্গাপুর মহকুমা উপ-সংশোধনাগারে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার ও মামলার তদন্তকারী আধিকারিকের (আইও) তত্ত্বাবধানে।

সূত্রের খবর, নির্যাতিতা ঘটনার সময় কারা উপস্থিত ছিল, কে কী ভূমিকা নিয়েছিল, সবকিছু বিচারকের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং অভিযুক্তদের শনাক্ত করেন। সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের মতে, নির্যাতিতার এই শনাক্তকরণই এখন মামলার অন্যতম প্রধান প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande