
গৌতম বুদ্ধ নগর, ২৪ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , বৃহস্পতিবার জেওয়ার থানার অন্তর্গত এলাকায়। ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয় , গুরুতর আহত আরও দুজন । শুক্রবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত পুলিশ কর্মীর নাম বীরেন্দ্র কুমার শুক্লা (৪৩)। তিনি জম্মু ও কাশ্মীরের সিআরপিএফ ৭৯ ব্যাটালিয়নে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় পুলিশ কর্মীর স্ত্রী রূপলতা দুবে এবং ছেলে মানস দুবে (৮) গুরুতর আহত।
পুলিশ সূত্রে জানা গেছে , একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা দেয় । ঘটনায় তাঁরা গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন