
মালদা, ২৫ অক্টোবর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালীমূর্তি ভাঙচুর ও প্রিজন ভ্যানে তোলার ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, তৃণমূল হল জিহাদি মানসিকতার মানুষদের সরকার।
শনিবার মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, গত কয়েক বছরে, পশ্চিমবঙ্গের সর্বত্র দেবীর প্রতিমার উপর আক্রমণের ঘটনা ঘটেছে। এখানে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ঘটনাগুলি বেড়েছে। এর সমাধান হওয়া দরকার, এবং তৃণমূল সরকার চলে গেলেই সমাধান সম্ভব। তৃণমূল হল জিহাদি মানসিকতার মানুষদের সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা