
গঙ্গারামপুর, ২৫ অক্টোবর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে রাজ্যবাসীকে অভয় দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন সুকান্ত। বিশেষ ভোটার তালিকায় বিশেষ নিবির সংশোধনী-এসআইআর নিয়ে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শনিবার বিজেপির বিজয় সংকল্প সভায় যোগ দিয়ে তিনি বলেন, কোনও যোগ্য ভোটারের নামই তালিকা থেকে বাদ যাবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা