
হাইলাকান্দি (অসম), ২৫ অক্টোবর (হি.স.) : অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ২৯ অক্টোবর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। এর অধীনে হাইলাকান্দি জেলার ৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার গ্রেট আসাম স্কুল শেক আউট প্রোগ্রাম শীৰ্ষক মক ড্রিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠেয় মক ড্রিলের প্রস্তুতিমূলক অনুশীলন হিসেবে হাইলাকান্দি জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা কমিশনারের কনফারেন্স হল-এ স্কুল ফকাল পন্ট শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্পে জীবন ও সম্পত্তির ক্ষতি কমাতে এবং অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় প্রতিরোধ করতে কীভাবে মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সচেতন করা তোলা হবে তা নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত জেলা কমিশনার অমিত পারবোসা-র পৌরোহিত্যে সভায় জেলার সব সার্কল অফিসার ও খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক, ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেস আধিকারিক এবং দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের আধিকারিকরা বিপর্যয় প্রতিরোধীমূলক বিভিন্ন পদক্ষেপ ডেমোনস্ট্রেশন করেন।
এদিকে জেলার সব রেভিনিউ সার্কলগুলিতেও শুক্র এবং শনিবার অনুরূপ ডেমোনস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে এ ধরনের মক ড্রিলের আয়োজন করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস