
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের স্পেশাল ট্রেনের ৬২০টি ট্রিপ
গুয়াহাটি, ২৫ অক্টোবর (হি.স.) : বর্তমান উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে ভারতীয় রেলওয়ে ব্যাপক ব্যবস্থা হাতে নিয়েছে। দুর্গাপূজা, দীপাবলি এবং ছট-এর সময় সুগম ভ্রমণ নিশ্চিত করার জন্য ভারতীয় রেল ১২,০১১টি স্পেশাল ট্রেন চালাচ্ছে, যা গত বছরের একই সময়ের ৭,৭২৪টি ট্রেনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে অধিক। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জোনে ৪৮টি স্পেশাল ফেস্টিভ ট্রেন চলছে, যা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর (২০২৫) পর্যন্ত বিভিন্ন রুটে মোট ৬২০টি ট্রিপ রয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে খবর জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তানি জানান, কাটিহার, নিউজলপাইগুড়ি, গুয়াহাটি, যোগবাণী এবং কিষাণগঞ্জের মতো প্রধান স্টেশনগুলিতে যাত্রীদের সুগম চলাচল নিশ্চিত করতে হোল্ডিং এরিয়া, প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেম, ফ্যান, অতিরিক্ত টিকিট কাউন্টার এবং অটোম্যাটিক টিকিট ভেন্ডিং মেশিন সহ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভিড় ব্যবস্থাপনা এবং যাত্রী সহায়তার জন্য রাউন্ড দ্য ক্লক ওয়ার রূম এবং আরপিএফ কর্মী সহ অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।
কাটিহার, কিষাণগঞ্জ, নিউজলপাইগুড়ি, সোনপুর, দৌরাম মাধেপুরা, আগরতলা, নিউতিনসুকিয়া, এসএমভিটি বেঙ্গালুরু, অমৃতসর, পাটনা, ডিব্রুগড়, গোরখপুর, শিলচর, নাহরলগুন, কলকাতা, গুয়াহাটি, রাঁচি, চারলাপল্লি, মুম্বাই সেন্ট্রাল, আগ্রা ক্যান্ট, যোগবাণী, লামডিং, হাওড়া, গোমতীনগর, আনন্দবিহার টার্মিনাল, কামাখ্যা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ গন্তব্য স্থানের জন্য স্পেশাল ট্রেন চলাচল করছে।
বিস্তৃত তথ্য দিয়ে প্ৰেস বিজ্ঞপ্তিতে কপিঞ্জল কিশোর শর্মা জানান, ২৬ অক্টোবর (২০২৫) নির্ধারিত ট্রেনগুলি যথাক্ৰমে ট্রেন নম্বর ০৭৫৪১ কাটিহার-দৌরাম মাধেপুরা (ডেইলি স্পেশাল) কাটিহার থেকে ১৯:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ২২:০০ ঘন্টায় দৌরাম মাধেপুরা পৌঁছাবে।
ট্রেন নম্বর ০৭৫৪২ দৌরাম মাধেপুরা-কাটিহার (ডেইলি স্পেশাল) দৌরাম মাধেপুরা থেকে ২২:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ২:৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
ট্রেন নম্বর ০৭৫৪০ কাটিহার-মণিহারি (ডেইলি স্পেশাল) কাটিহার থেকে ২০:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ২১:৩০ ঘণ্টায় মণিহারী পৌঁছবে।
ট্রেন নম্বর ০৭৫৩৯ মণিহারি-কাটিহার (ডেইলি স্পেশাল) মণিহারী থেকে ৫:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ৬:০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
ট্রেন নম্বর ০৭৫৫১ মণিহারি-কাটিহার (ডেইলি স্পেশাল) মণিহারি থেকে ০০:১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০১:৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছাবে।
ট্রেন নম্বর ০৭৫৫১ কাটিহার-মণিহারি (ডেইলি স্পেশাল) কাটিহার থেকে ০২:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০৩:১৫ ঘণ্টায় মণিহারি পৌঁছবে।
ট্রেন নম্বর ০৭৫৫৫ কাটিহার-যোগবাণী (ডেইলি স্পেশাল) কাটিহার থেকে ২১:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০১:১৫ ঘণ্টায় যোগবাণী পৌঁছেবে।
ট্রেন নম্বর ০৭৫৫৪ যোগবাণী-কাটিহার (ডেইলি স্পেশাল) যোগবাণী থেকে ০২:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০৫:৪৫ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
ট্রেন নম্বর ০৫৭৩৮ নিউ জলপাইগুড়ি-নারকটিয়াগঞ্জ জংশন (উইকল স্পেশাল) নিউ জলপাইগুড়ি থেকে ১৪:০৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০৫:০০ ঘণ্টায় নারকটিয়াগঞ্জ জংশন পৌঁছবে।
ট্রেন নম্বর ০৫৬২৬ রোহতক জংশন-কামাখ্যা জংশন (উইকলি স্পেশাল) রোহতক থেকে ২২:১০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১৫:৩০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে।
ট্রেন নম্বর ০৫৭৪৪ কাটিহার-সোনপুর (ট্রাই-উইকলি স্পেশাল) কাটিহার থেকে ১৮:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০১:০০ ঘণ্টায় সোনপুর পৌঁছবে।
ট্রেন নম্বর ০৩১২৯ কলকাতা টার্মিনাল-নিউ জলপাইগুড়ি (উইকলি স্পেশাল) কলকাতা টার্মিনাল থেকে ২৩:৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১০:৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।
ট্রেন নম্বর ০৫৭৪২ নিউ জলপাইগুড়ি-গোমতী নগর (উইকলি স্পেশাল) নিউ জলপাইগুড়ি থেকে ০৭:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০৭:১৫ ঘণ্টায় গোমতী নগর পৌঁছবে।
ট্রেন নম্বর ০৪০০৭ যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল (উইকলি স্পেশাল) যোগবাণী থেকে ১৮:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ০৩:০০ ঘণ্টায় আনন্দবিহার টার্মিনাল পৌঁছবে।
উৎসবের মরশুমে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে যাত্রীদের আগে থেকেই তাদের ভ্রমণ পরিকল্পনা করা এবং রেলকর্মীদের সাথে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপভক্ষ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস