ছট পুজোর আগে জমা জল সরানো এবং রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, যানজট
কলকাতা, ২৪ অক্টোবর (হি. স.) : ছট পুজোর আগেই রাস্তার সংস্কার ও জমা জল নিষ্কাশনের দাবিতে হাওড়ার লিলুয়ায় পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এতেই যানজট বাধে। ঘটনায় প্রকাশ, ছট পুজো আসন্ন। এদিকে, তার আগে রাস্তার সংস্কার ও জমা জল নিষ্কাশনের দাবিতে হাওড়া
জল জমে রয়েছে ভুক্তভোগীদের সমস্যা চরমে


কলকাতা, ২৪ অক্টোবর (হি. স.) : ছট পুজোর আগেই রাস্তার সংস্কার ও জমা জল নিষ্কাশনের দাবিতে হাওড়ার লিলুয়ায় পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এতেই যানজট বাধে।

ঘটনায় প্রকাশ, ছট পুজো আসন্ন। এদিকে, তার আগে রাস্তার সংস্কার ও জমা জল নিষ্কাশনের দাবিতে হাওড়ার লিলুয়ায় পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, বছরভর রাস্তায় জমে থাকে জল। রাস্তার হাল খানাখন্দে ভরা। চারিদিকে আবর্জনার স্তুপ। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে হাওড়ার লিলুয়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। জমা জল যন্ত্রণার প্রতিবাদে এবং রাস্তা সারাই ও আবর্জনা সাফাইয়ের দাবিতে এদিন পথ অবরোধ করেন স্থানীয় পটুয়াপাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নরক যন্ত্রণা ভোগ করে চলেছেন। এর ফলে এদিন পথে বালি পৌরসভার অন্তর্গত ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দুর্গাপুজো, শ্যামাপূজোর পর এবার আসন্ন ছট পুজো। দীর্ঘদিনের নিকাশি ও রাস্তার বেহাল দশার জন্য এদিন তাঁরা রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, এই দূরবস্থার কথা বারংবার বিভিন্ন মহলে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ছট পুজোয় পুণ্যার্থীরা নিষ্ঠাভরে রাস্তায় দন্ডি কেটে পুজো দিতে যান। বর্তমানে যা রাস্তার পরিস্থিতি দীর্ঘ বছর ধরে হয়ে আছে সেই রাস্তা দিয়ে কি করে তাঁরা এই পুজো করবেন সেই নিয়ে ক্ষোভ চরমে উঠেছে। এলাকার বাসিন্দাদের দাবি, বাধ্য হয়েই তাঁরা এদিন রাস্তা অবরোধ করেছেন। রাস্তার বেহাল দশার দ্রুত সুরাহা না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। এদিন স্থানীয় প্রশাসনের আশ্বাসে শেষমেশ পটুয়াপাড়ার অধীনে ভুজঙ্গধর রোড, নতুন পাড়া এলাকার বাসিন্দারা অবরোধ এদিনের মত তুলে নেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande