
কলকাতা, ২৪ অক্টোবর, (হি.স.): পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। ১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর। সূত্রের খবর, এ ব্যাপারে নির্দেশ এসেছে নির্বাচন কমিশন থেকে। দ্রুতই ডাকা হতে পারে সর্বদলীয় বৈঠক৷
ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু আগে শেষ পর্যায়ের সমস্ত রকমের প্রস্তুতি সেড়ে রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে৷ জানানো হয়েছে, শুক্রবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এতে ঘুম উড়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের। কারণ, কমিশনকে আগামী তিন মাসের মধ্যেই যাচাই করতে হবে রাজ্যের প্রায় ৩.৫ কোটি ভোটার, যারা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মেলে না।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের তালিকা এবং ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা গিয়েছে— দু’টির মধ্যে মাত্র ৫২ শতাংশ ভোটারের তথ্য মিলে গেছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা এখন ৭.৬ কোটি, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারের তথ্য মিলছে না।
এখনও জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার তালিকা যাচাই বাকি, যা মিলিয়ে আরও প্রায় ৪০ লক্ষ ভোটার। ফলে, ভোটার যাচাইয়ের মোট সংখ্যা দাঁড়াচ্ছে ৩.৫ কোটি। কমিশন সূত্রে খবর, বিহারে ২ কোটি ভোটারকে এই প্রক্রিয়ায় যাচাই করতে হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত