সাব জুনিয়র জাতীয় পুরুষ ফুটবল, অমৃতসরে পৌঁছেছে বাংলা দল
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : সাব জুনিয়র জাতীয় পুরুষ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলা দল। এদিন অমৃতসর পৌঁছেছে কর্মকর্তা ও খেলোয়াড় সহ ২৫ জনের প্রতিনিধি দল। এই মুহূর্তে বাংলা ফুটবল দলের হেড কোচের গুরুদায়িত্বে বিশিষ্ট ফুটবলার গৌতম ঘোষ। তাঁ
সাব জুনিয়র জাতীয় পুরুষ ফুটবল দল পৌঁছেছে অমৃতসরে


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : সাব জুনিয়র জাতীয় পুরুষ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বাংলা দল। এদিন অমৃতসর পৌঁছেছে কর্মকর্তা ও খেলোয়াড় সহ ২৫ জনের প্রতিনিধি দল। এই মুহূর্তে বাংলা ফুটবল দলের হেড কোচের গুরুদায়িত্বে বিশিষ্ট ফুটবলার গৌতম ঘোষ। তাঁর প্রশিক্ষণেই এগিয়ে চলেছে বাংলা দলের প্রতিশ্রুতিমান খেলোয়াড়রা। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন তথা সংক্ষেপে আই এফ এ - র পক্ষ থেকে শনিবার ওই খবর জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলার প্রথম খেলা ২৭ অক্টোবর। আগামী সোমবার কর্নাটকের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা দল। এদিন ২০ জনের দল ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande