
বাহরাইন, ২৮ অক্টোবর (হি.স.) : বাহরাইনে সোমবার এশিয়ান ইয়ুথ গেমসে ৪০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে জাতীয় রেকর্ড ভেঙেছেন তারকা সাঁতারু ধিনিধি দেশিংহু ।
৪:২১.৮৬ সময় নিয়ে, ধিনিধি তার নিজের রেকর্ড তিন সেকেন্ড উন্নত করে পঞ্চম স্থান অর্জন করেন।
ধিনিধির স্বদেশী অদিতি সতীশ হেগড়ে, যিনি হিটে ৪:২৯.২২ সময় নিয়ে ফাইনালে ৪:৩২.০০ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থান অধিকার করেন। ভারতীয় মেয়েদের ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে দল ফাইনালে ৪:০৫.৭৩ সেকেন্ড সময় নিয়ে শেষ স্থান অধিকার করে।
ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নীতিশসাই হার্নিয়াথ ২৩.৭১ সেকেন্ড সময় নিয়ে চূড়ান্ত দৌড় শেষ করার পর ২৩.৭২ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম স্থান অর্জন করেন।
ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইতে, বেদান্ত ট্যান্ডেল ৫৬.৩১ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থানে শেষ করেন, একই সময়ে হিটেও অংশ নেন।
ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে, শশীকুমার ধক্ষন ৪:০০.৮৭ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থানে এসেছিলেন, ৪:০৩.৬১ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি