রঞ্জি ট্রফি ক্রিকেটে ইডেন গার্ডেন্সে বাংলার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৮/২১৪ রান - ডিক্লেয়ার্ড
কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় খেলাতে বাংলা চতুর্থ ও শেষদিনের খেলায় দ্বিতীয় ইনিংসে ৮/২১৪ রান তুলে ডিক্লেয়ার্ড ঘোষণা করেছে। গতকালের দলগত স্কোর ৬/১৭০ রান নিয়ে এদিন ইডেন গার্ডেন্সে খেলতে নামে বাংলা। প্রথমার্ধে এ
ইডেন গার্ডেন্সে জয়ের দিকেই তাকিয়ে বাংলা


কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় খেলাতে বাংলা চতুর্থ ও শেষদিনের খেলায় দ্বিতীয় ইনিংসে ৮/২১৪ রান তুলে ডিক্লেয়ার্ড ঘোষণা করেছে। গতকালের দলগত স্কোর ৬/১৭০ রান নিয়ে এদিন ইডেন গার্ডেন্সে খেলতে নামে বাংলা। প্রথমার্ধে একঘন্টা ব্যাটিং করেছে। এরপর ৪৪ রান যোগ করে ও দুইটি উইকেট হারিয়েছে বাংলা দল। এর মধ্যেই অনুষ্টুপ মজুমদার অর্ধ শতরানের ইনিংস উপহার দিয়েছে। গুজরাটের বিরুদ্ধে এই মুহূর্তে পাখির চোখ করে নিয়ে লক্ষ্য স্থির করে এগিয়ে চলেছে বাংলা। এদিকে, বাংলা মোট ৩২৬ রানের ব্যবধান গড়েছে। অন্যদিকে, গুজরাটের বিরুদ্ধে জয়ের জন্য ৩২৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। এখন শুধুমাত্র জয়ের জন্য বাংলা দলের অপেক্ষা। মঙ্গলবার খেলার যদিও শেষ দিন। তবে, পরাজয় এড়ানোর দিকেই তাকিয়ে রয়েছে গুজরাট।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande