ভিনু মানকঁড় ট্রফি ক্রিকেটের খেলা পন্ড, সেমিফাইনালে পৌঁছেছে বাংলা
কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.): ভিনু মানকঁড় ট্রফির খেলা মঙ্গলবার বৃষ্টির জন্য শেষমুহূর্তে পন্ড হয়েছে । এদিন গুজরাটের রাজকোটে প্রবল বৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই অনূর্ধ্ব - ১৯ বিভাগের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা থাকলেও বাতিল হয় । যদিও সেই মত
ভিনু মানকঁড় ট্রফি ক্রিকেটের খেলা পন্ড, সেমিফাইনালে পৌঁছেছে বাংলা


কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.): ভিনু মানকঁড় ট্রফির খেলা মঙ্গলবার বৃষ্টির জন্য শেষমুহূর্তে পন্ড হয়েছে । এদিন গুজরাটের রাজকোটে প্রবল বৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই অনূর্ধ্ব - ১৯ বিভাগের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা থাকলেও বাতিল হয় । যদিও সেই মতো মুম্বইয়ের পাশাপাশি বাংলা দল আগাম সবরকম প্রস্তুতি নেয়। কোয়ার্টার ফাইনাল পর্বের ওই খেলায় অসময়ে বৃষ্টিপাতের দরুণ একেবারে শেষ মুহূর্তে মুখোমুখি হতে পারল না দুই দল। উল্লেখ্য, যদিও বাংলা দল সেমিফাইনালে পৌঁছল । প্রসঙ্গত, গ্রুপ লিগের খেলায় তুলনায় ভালো রান - রেট থাকার ফলে মুম্বইকে পিছনে ফেলে এগিয়ে গেল বাংলা । পরবর্তী পর্যায়ে বাংলা দল পাঞ্জাবের মুখোমুখি হবে। সম্ভবত, আগামী বৃহস্পতিবার বাংলা সহ মোট চারটি দল নিয়ে সেমিফাইনাল রাউন্ডের খেলা আরম্ভ হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande