
কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু ট্রফিতে বাংলা দলের কাছে এমুহূর্তে জয়ের হাতছানি। হরিয়ানার বিরুদ্ধে লড়াইয়ে রয়েছে বাংলার খেলোয়াড়রা। সুলতানপুরে আয়োজিত ওই খেলায় তৃতীয় দিনের শেষে দলগতভাবে বাংলার স্কোর এই মুহূর্তে আশাব্যঞ্জক ও ফলাফল প্রকাশ অনুযায়ী, বাংলার এই খেলায় জয়ের জন্য আরো ১১৪ রান দরকার। যদিও মঙ্গলবার বাংলা দলের দলগত স্কোর এর - ২ উইকেটে ৯ রান। এই মুহূর্তে ৮ টি উইকেট হাতে রয়েছে বাংলার।একনজরে পরিসংখ্যান হল - হরিয়ানা প্রথম ইনিংসে ২৫৫ রান সংগ্রহ করে। এর প্রত্যুত্তরে যোগ্য জবাব দেয় বাংলা ও দলগতভাবে ২৫৯ রানের ইনিংস উপহার দেয়। অধিনায়ক শশাঙ্ক সিংহের নেতৃত্বেই বাংলা দল এই খেলায় জয়ের ব্যাপারে আশায় রয়েছে। শশাঙ্ক - ৭৩ ও সুমিত নাগ - ৭২ ব্যাক্তিগত স্তরে রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে হরিয়ানার সকলেই ১১৬ রানেই কুপোকাত। এদিনের খেলায় সুখমীত সিং - ৮ টি উইকেট তুলে নিয়েছে। মাত্র ৫৮ রান সে এদিন দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত