রঞ্জি ট্রফি ক্রিকেটে ১৪১ রানে গুজরাটকে হারিয়ে বাংলার দ্বিতীয় জয় ইডেনে
কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে এই নিয়ে ঘরের মাঠে একটানা দ্বিতীয় জয়। গুজরাট ''কে ১৪১ রানে হারিয়ে দিয়েছে বাংলা। ইডেন গার্ডেন্সে জয় তুলে নিতেই ৬ পয়েন্ট বাংলার ঝুলিতেই। তবে, এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড় জল ও বৃষ
একনজরে ইডেনে বাংলা ও গুজরাটের ইনিংস


কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে এই নিয়ে ঘরের মাঠে একটানা দ্বিতীয় জয়। গুজরাট 'কে ১৪১ রানে হারিয়ে দিয়েছে বাংলা। ইডেন গার্ডেন্সে জয় তুলে নিতেই ৬ পয়েন্ট বাংলার ঝুলিতেই। তবে, এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড় জল ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্টেডিয়ামে আলো থাকতে যদিও নিষ্পত্তি হয়েছে খেলার। প্রথম তিনদিন কম আলো'তে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়। এদিকে, বল হাতে আগাগোড়া বিপক্ষের শিবিরে হানাদারি বজায় রাখতে তৎপর ছিল বাংলা। প্রথম উইকেট তুলেছে মহম্মদ শামি। এবং তা প্রথম ওভারেই। এর মাঝে উইকেটরক্ষক অভিষেক পোড়েল একটি ক্যাচ মিস করে। উল্লেখ্য, বিপক্ষের ক্রিজে রয়েছে তখন উর্ভিল প্যাটেল ও জয়মিত। দলের স্কোর - ৩/১২৩ রান। এরপর ১৮৫ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে। তবে তার আগেই বিপক্ষ দলের একের পর এক আক্রমণে মহম্মদ শামি ও শাহবাজ আহমেদ যৌথ দাপটে দু-ইনিংসে মোট ১৭ টি উইকেট ইডেনে তুলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande