
কলকাতা ২৫ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় খেলায় ইডেনে বাংলার প্রথম ইনিংসে সংগ্রহ ৭/২৪৪ রান। এদিকে, ৭২ ওভারে প্রথম দিনের শেষে দলগত স্কোর অনুযায়ী রান আরও বেড়েছে - ৭ উইকেটে ২৪৪ রান। ইডেন গার্ডেন্সে গুজরাটের বিরুদ্ধে লড়াইতে রয়েছে বাংলা দল। মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত দলগত সংগ্রহ বাংলার ৪ উইকেটে ১৩৫ রান। এরপর খেলা যত এগিয়ে চলেছে উইকেট পতন অব্যাহত ছিল। প্রথম ইনিংসে এদিন দুপুরের পর থেকে আরো ৯১ রান যোগ করলেও ফের তিনটি উইকেট হারিয়েছে বাংলা দল। তবুও এর মধ্যেই উল্লেখযোগ্য - দুই ব্যাটসম্যান সুদীপ ঘরামি - অভিষেক পোড়েল । উভয়েই দলকে লড়াইয়ের মধ্যেই রাখে। বাংলার উইকেট রক্ষক ব্যাটসম্যান অভিষেক ৭১ টি বল এদিন খেলেছে ও ব্যাক্তিগতভাবে ৫১ রান সংগ্রহ করে। সুদীপ ঘরামিও ৯০ টি বল খেলে ৫৬ রান ব্যক্তিগতস্তরে প্রয়োজনীয় সংগ্রহ করে। বাংলার কোচ লক্ষীরতন শুক্লা এই প্রসঙ্গে জানান, বাংলা দল লড়াইয়ের মধ্যেই রয়েছে। ৩ টি দিন খেলার জন্যে বাকি রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত