অনূর্ধ্ব - ১৫, মহিলা ক্রিকেটারদের অনুশীলনে তাদের উদ্বুদ্ধ করলেন ঝুলন গোস্বামী
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বিধাননগরে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অনূর্ধ্ব - ১৫, মহিলা ক্রিকেট দলের অনুশীলন চলছে জোরকদমে। এদিন সল্টলেকে তাদের অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন বাংলা মহিলা ক্রিকেট দলের মেন্টর তথা এই মুহূর্তে বাংল
অনূর্ধ্ব - ১৫ মহিলা ক্রিকেটারদের অনুশীলনে ঝুলন গোস্বামী


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : বিধাননগরে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অনূর্ধ্ব - ১৫, মহিলা ক্রিকেট দলের অনুশীলন চলছে জোরকদমে। এদিন সল্টলেকে তাদের অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন বাংলা মহিলা ক্রিকেট দলের মেন্টর তথা এই মুহূর্তে বাংলা ও দেশের আদর্শ ক্রিকেটার ঝুলন গোস্বামী। বাংলা দলের প্রধান কোচ - অর্পিতা ঘোষ। এছাড়াও জুনিয়র কোচ গায়ত্রী মাল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন পুরোদমেই অনুশীলন চলেছে। সাপোর্ট স্টাফদের তরফেও ছিল হাজিরা। অন্যদিকে, আন্তর্জাতিক খ্যাতনামা ক্রিকেটার ঝুলন গোস্বামী সল্টলেকের ওই অনুশীলন শিবিরে পৌঁছে প্রতিভাবান খেলোয়াড়দের ভোকাল টনিকে উদ্বুদ্ধ করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande