ভিন মানকঁড় ট্রফিতে খেলা, রাজকোটে পৌছল অনূর্ধ্ব - ১৯ বাংলা দল
কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : অনূর্ধ্ব - ১৯, ক্রিকেটে পুরুষ বাংলা দলের সদস্যরা শনিবার রাজকোট পৌঁছেছে। আগামী মঙ্গলবার সেখানে মুম্বাইয়ের মুখোমুখি হতে চলেছে তারা। উল্লেখ্য, ভিনু মানকঁড় ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা ও মুম্বাই পরস্পরের বিরুদ্ধেই খেল
ভিন মানকঁড় ট্রফিতে খেলা, রাজকোটে পৌছল অনূর্ধ্ব - ১৯ বাংলা দল


কলকাতা, ২৫ অক্টোবর (হি. স.) : অনূর্ধ্ব - ১৯, ক্রিকেটে পুরুষ বাংলা দলের সদস্যরা শনিবার রাজকোট পৌঁছেছে। আগামী মঙ্গলবার সেখানে মুম্বাইয়ের মুখোমুখি হতে চলেছে তারা। উল্লেখ্য, ভিনু মানকঁড় ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা ও মুম্বাই পরস্পরের বিরুদ্ধেই খেলতে নামছে চলতি মাসের ২৮ অক্টোবর। এদিকে, বাংলা দলের অধিনায়ক চন্দ্রহাস দাশ এই প্রসঙ্গে দলবল নিয়ে এদিন গুজরাট পৌঁছে গিয়েছেন। সেখানে পৌঁছেই এক প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে, রাজকোট শহরে ওই খেলা হবে। এছাড়াও খেতাব জয়ের লক্ষ্যেই নামছে বাংলা। সতীর্থদের উপর ভরসা রয়েছে। প্রসঙ্গতঃ আগের খেলায় জিতে নতুন করে আশার আলো জাগিয়ে তুলেছে বাংলা দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande