

জাগিরোড (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : মরিগাঁও জেলান্তর্গত জাগিরোডের শিলচাঙে ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মরিগাঁও সিভিল হাসপাতালের স্ত্রী ও প্ৰসূতি বিশেষজ্ঞ ডা. কণ্ঠেশ্বর বরদলৈ সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও দুই যাত্রী।
প্রাপ্ত খবরে প্রকাশ, আজ মঙ্গলবার ভোরের দিকে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এএস ০১ ইডব্লিউ ৬৫৪৬ নম্বরের চার চাকার হুন্ডাই ক্রিটা কারের যাত্রী ছিলেন পাঁচজন। তাঁদের মধ্যে ডা. কণ্ঠেশ্বর বরদলৈ, আশিক হুসেইন এবং মানস মহন্ত নামের তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া গুরুতরভাবে আহত দুজনকে নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, দুরন্ত গতির গাড়িটি নিয়ন্ত্ৰণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কার ফলে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। ডিভাইডারের সঙ্গে সংঘর্ষে গাড়িটি কয়েকটি পাল্টি খাওয়ায় পাঁচ আরোহী গুরুতরভাবে ঘায়েল হন।
এখানে উল্লেখ করা যেতে পারে, দুৰ্ঘটনায় নিহত ডা. কণ্ঠেশ্বর বরদলৈ মরিগাঁও অসামরিক হাসাপাতালের চিফ মেডিক্যাল অ্যান্ড হেল্থ অফিসার তথা বিশিষ্ট স্ত্ৰীরোগ বিশেষজ্ঞ ছিলেন। গত ৫ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১০ ঘণ্টাত জটিল সিজারিয়ান অস্ত্ৰোপচারের মাধ্যমে ২১টি নবজাতক প্ৰসব করিয়ে সংবাদ শিরোনাম দখল করেছিলেন ডা. কণ্ঠেশ্বর বরদলৈ। এর জন্য অবশ্য মরিগাঁও জেলা প্ৰশাসনের পক্ষ থেকে তাঁকে শোকজ নোটিশ জারি করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস