বিলোনিয়ায় এইডস নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত
বিলোনিয়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াস্থিত ওআরএস-এর উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহযোগিতায় মঙ্গলবার এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। মূলত এইচআইভি/এইডস সম্
সচেতনতার শিবির


বিলোনিয়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াস্থিত ওআরএস-এর উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহযোগিতায় মঙ্গলবার এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। মূলত এইচআইভি/এইডস সম্পর্কে বিভিন্ন দপ্তরের কর্মীদের সচেতন করতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের পরিদর্শক প্রবীর দেববর্মা, ওআরএস সংস্থার সম্পাদক বিনয় পাল, সভাপতি পিনাকি চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশন এবং চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক বিনয় পাল। বক্তারা তাঁদের বক্তব্যে এইডস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, এইডস আক্রান্ত ব্যক্তিকে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande