(আপডেট ) বারাণসীর ট্রাক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ
বারাণসী, ২৮ অক্টোবর (হি.স.) : চন্দৌলি জেলায় মঙ্গলবার ছট পুজো করতে যাওয়ার সময় ঘটা ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি পরিজনদের সঙ্গে যোগাযোগ করে
(আপডেট )  বারাণসীর  ট্রাক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ


বারাণসী, ২৮ অক্টোবর (হি.স.) : চন্দৌলি জেলায় মঙ্গলবার ছট পুজো করতে যাওয়ার সময় ঘটা ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি পরিজনদের সঙ্গে যোগাযোগ করে তাদের তাৎক্ষণিক সহায়তার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত , উত্তর প্রদেশের চন্দৌলি জেলায় মঙ্গলবার ছট পুজো করতে যাওয়া সময় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারায় দুই মহিলা সহ এক শিশু। জানা গেছে , একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দেয় । ট্রাক চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন রেভসা গ্রামের বাসিন্দা কুমারী দেবী (৫০), চাঁদনী (২৭) এবং সৌরভ কুমার (৭)। তাঁরা জাতীয় সড়কের পাশে একটি পুকুরের কাছে পৌঁছালে পিছন থেকে আসা ট্রাক তাঁদের ধাক্কা মারে। দুর্ঘটনার রাস্তার ধারে থাকা একটি দোকান (গুমটি) ও একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘরোনাস্থলে পৌঁছে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহতদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande