শ্রীভূমি শহরে অনুষ্ঠিত মেগা হেল্থ ক্যাম্প ‘শুশ্রূষা সেতু’
শ্রীভূমি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : অসম সরকারের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র ভিত্তিক এক মেগা হেল্থ ক্যাম্প ‘শুশ্রূষা সেতু’ শ্রীভূমি শহরে অবস্থিত নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার অন
শ্রীভূমি শহরে অনুষ্ঠিত মেগা হেল্থ ক্যাম্প ‘শুশ্রূষা সেতু’


শ্রীভূমি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : অসম সরকারের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র ভিত্তিক এক মেগা হেল্থ ক্যাম্প ‘শুশ্রূষা সেতু’ শ্রীভূমি শহরে অবস্থিত নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত মেগা হেল্থ ক্যাম্প মূলত শূন্য থেকে ১৮ বছর বয়সিদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনে রেফারেল সুবিধার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের উন্নত মেডিক্যাল কলেজ বা বিশেষ ক্ষেত্রে বহিঃরাজ্যের উন্নত হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শিশু ও কিশোর-কিশোরীদের বিভিন্ন রোগ ও বিকলাঙ্গতা শনাক্তকরণ ও চিকিৎসার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠিত ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তস্বল্পতা, অপুষ্টি, চর্মরোগ, দৃষ্টি ও শ্রবণ সমস্যার পরীক্ষা, জন্মগত ত্রুটি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা এবং বিকাশজনিত বিলম্বের শনাক্তকরণ করা হয়। পাশাপাশি, দন্ত ও চোখের পরীক্ষা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ, পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে দিগনির্দেশনা প্রদান করা হয়। এতে টিকাদান কার্যক্রম ও প্রতিরোধমূলক, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়।

এছাড়া সকল বয়সের সাধারণ রোগীদেরও স্বাস্থ্য পরীক্ষার করা হয়েছ মেগা হেল্থ ক্যাম্পে। ক্যাম্পে তিন হাজারেরও বেশি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রায় ৩০০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে মেডিক্যাল কলেজ ও অন্যান্য উন্নত সুবিধা সম্পন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আজকের ক্যাম্পে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ আরও উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

এদিন মেগা হেল্থ ক্যাম্পের শুরুতে শ্রীভূমির জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্য এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের মীন, পশু পালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শ্রীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, রাজ্যসভার প্রাক্তন সদস্য মিশনরঞ্জন দাস, শ্রীভূমি জেলা পরিষদের সহ-সভানেত্রী সাথী রায় কুরি, স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. সুমনা নাইডিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলন করে ক্যাম্পের সূচনা করেন। উপস্থিত অতিথিরা রাজ্যের স্বাস্থ্য বিভাগ কর্তৃক অনুষ্ঠিত এই মেগা হেল্থ ক্যাম্পের মাধ্যমে জনগণ বিশেষ উপকৃত হবেন বলে মত ব্যক্ত করেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande