বিভেদের রাজনীতি থেকে সতর্ক থাকুন-মোহনপুরে বিজেপির যোগদান সভায় মুখ্যমন্ত্রীর বার্তা
মোহনপুর (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনজাতি জনগণকে বিভেদের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “সরকার জনজাতি এলাকার উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করছে এবং বিভিন্ন সুবিধা প
যোগদান সভা


মোহনপুর (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনজাতি জনগণকে বিভেদের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “সরকার জনজাতি এলাকার উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করছে এবং বিভিন্ন সুবিধা পৌঁছে দিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কিন্তু, একটি অংশ এখনও জনগণকে বিভ্রান্ত করার জন্য ভিত্তিহীন প্রচার চালাচ্ছে।”

এদিন মুখ্যমন্ত্রী বিজেপিরসিমনা মণ্ডলে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সেখানে ৩৭৫টি পরিবারের মোট ১,৪০৬ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার জনজাতি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।” তিনি বলেন, যারা রাজ্যের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, তাদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে। তাঁর কথায়, “আমাদের ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করতে হবে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, “২০২৪-২৫ অর্থবর্ষে টিটিএএডিসি এলাকার উন্নয়নে প্রায় ৬,৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট রাজ্য ব্যয়ের ৩৯.০৬ শতাংশ। আর ২০২৫-২৬ সালের জন্য টিটিএএডিসির জন্য প্রায় ৭,১৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।”

এদিকে, স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আসন্ন টিটএএডিসি নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচি জনজাতি জনগণের মধ্যে বিজেপির প্রতি আস্থার প্রতিফলন।

অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande