
কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : ভগিনী নিবেদিতা'র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া মারফৎ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তিনি।মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানিয়েছেন যে, - ভগিনী নিবেদিতা'র জন্মবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই মহীয়সী নারীকে যিনি স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা নিয়ে তা়ঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাংলার তথা ভারতের মানুষের সেবায়। বাঙালির জীবনে, ভারতীয় জনজীবনে এবং নারী জাগরণে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর মানবতার আদর্শ আমাদের পাথেয় হয়ে থাক।
মারগারেট এলিজাবেথ নোবেল, যিনি সিস্টার নিবেদিতা নামেই অধিক পরিচিত । সমাজ সংস্কারক, লেখক, শিক্ষক ও সেবিকা - হিসেবেও জনপ্রিয় ছিলেন। ১৮৬৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর নানা স্মৃতি জড়িয়ে রয়েছে বাংলা তথা এ রাজ্যের সঙ্গে। নাড়ির টান পশ্চিমবঙ্গের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। এদেশে তথা এই রাজ্যে তাঁর বাসভবন ছাড়াও রয়েছে নামাঙ্কিত বিভিন্ন নির্দশন। বহু প্রতিষ্ঠানেও নাম জড়ানো রয়েছে। এদিন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত