
সতনা, ২৮ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের সতনা জেলার নাগৌদ শহরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার এক যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা ৩৫ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন স্কুলছাত্রীও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে , বাসটি সতনা যাওয়ার পথে ছিল। রাস্তায় ব্রেকারে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে এর স্প্রিং ভেঙে যায়। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার ধারে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহদের উদ্ধার করে হাসপাতাল পাঠায় । গুরুতর আহত দুই যাত্রীকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য