মেমারিতে রাতের অন্ধকারে একাধিক দোকানে চুরির অভিযোগ
পূর্ব বর্ধমান, ২৮ অক্টোবর (হি. স.) : রাতের অন্ধকারে পরপর কয়েকটি দোকানে চুরি হল মেমারির রসুলপুরে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও দুষ্কৃতীরা চুরির চেষ্টা চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে একটি চালের দোকানের পিছনের জানলা ভেঙে
মেমারিতে রাতের অন্ধকারে একাধিক দোকানে চুরির অভিযোগ


পূর্ব বর্ধমান, ২৮ অক্টোবর (হি. স.) : রাতের অন্ধকারে পরপর কয়েকটি দোকানে চুরি হল মেমারির রসুলপুরে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও দুষ্কৃতীরা চুরির চেষ্টা চালায় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে একটি চালের দোকানের পিছনের জানলা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে লুট করে। গয়নার দোকানের শাটারের তালা ভেঙে কয়েক গ্রাম সোনা চুরি হয়। একটি গ্যাস-সিলিন্ডারের ডিস্ট্রিবিটরের দোকানেও চুরি হয়েছে। রসুলপুর বাজারে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পিছনের জানলাও ভাঙে দুষ্কৃতীরা। পুলিশের দাবি, একাধিক জন মিলে দুষ্কর্ম করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande