বৈদ্যটিলায় পিতার হাতে পুত্র খুন, এলাকায় চাঞ্চল্য
সোনামুড়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘর থানার অন্তর্গত বৈদ্যটিলা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় নেশাগ্রস্ত এক পিতা নিজের ১৩ বছর বয়সী ছেলেকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার নলছর কেমতলি বৈদ্যটিলা এলাকায় ঘটে। স
মৃতদেহ উদ্ধার


সোনামুড়া (ত্রিপুরা), ২৮ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘর থানার অন্তর্গত বৈদ্যটিলা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় নেশাগ্রস্ত এক পিতা নিজের ১৩ বছর বয়সী ছেলেকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি মঙ্গলবার নলছর কেমতলি বৈদ্যটিলা এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিমুল দাস নেশাগ্রস্ত অবস্থায় তুচ্ছ কারণে তার ছেলে অনুপম দাসকে নৃশংসভাবে মারধর করে। পরে সে ছেলেটির মৃতদেহ কাছাকাছি একটি রাবার বাগানে ফেলে দেয়।

খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে হাসপাতালে এবং ঘটনার সঙ্গে জড়িত বিস্তারিত তথ্য জানতে তদন্ত শুরু হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande