
কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : ১১তম আই এম ই - ২০২৫ শুরু হয়েছে। কলকাতা শহরের বুকেই বৃহস্পতিবার থেকেই তা চলবে আগামী চারদিন ধরে। কেন্দ্রীয় কয়লা সচিব বিক্রম দেব দত্ত এর উদ্বোধন করেন। সেইসঙ্গে সূচনা পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি এম প্রসাদ। এছাড়াও কোল ইন্ডিয়ার পদস্থ আধিকারিক থেকে শুরু করে শীর্ষস্থানীয় প্রতিনিধিরাও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলার মাঠে যোগদান করেছে বিভিন্ন স্টার্ট আপ সংস্থাও।
উল্লেখ্য, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের পাশাপাশি সায়েন্স সিটি'তেও একযোগে চালু এগারোতম খনি ও খনিজ সম্পদ, ধাতু সংক্রান্ত বিষয়ে এক আন্তর্জাতিক স্তরের প্রদর্শনী। প্রায় ৫০০ - র অধিক স্টল রয়েছে। নানান পসরা সাজিয়ে বসেছে শিল্প সংস্থা থেকে শুরু করে উদ্যোগী শিল্পপতিরাও। আগামী ২ নভেম্বর পর্যন্ত কলকাতা শহরে তা ঘুরে দেখার সুযোগ রয়েছে। কোনও প্রবেশ মূল্য নেই। উৎসাহীদের পাশাপাশি কৌতুহলীদের মধ্যেও এদিন ছিল আগ্রহ। ছিল অবাধ প্রবেশ। প্রসঙ্গত, বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ধরেই কলকাতা শহরের চলবে এশিয়ান মাইনিং কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত