হোমি জেহাঙ্গির ভাবা-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর
কলকাতা ৩০ অক্টোবর (হি. স.) : হোমি জেহাঙ্গীর ভাবা''র জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন - প্রখ্যাত পারমাণবিক পদার্থবিজ্ঞানী হোমি জেহাঙ্গির ভাবা-র জন্মবার্ষিকীতে শ্র
হোমি জেহাঙ্গির ভাবা-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর


কলকাতা ৩০ অক্টোবর (হি. স.) : হোমি জেহাঙ্গীর ভাবা'র জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন - প্রখ্যাত পারমাণবিক পদার্থবিজ্ঞানী হোমি জেহাঙ্গির ভাবা-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ।

তাঁর অগ্রগণ্য অবদানই ভারতের বৈজ্ঞানিক ও পারমাণবিক অগ্রগতির ভিত্তি স্থাপন করেছে।

উল্লেখ্য, ভারতের এক প্রসিদ্ধ নিউক্লিয় পদার্থবিজ্ঞানী। তাছাড়া তাঁকে ভারতের নিউক্লিয় প্রোগ্রামের জনক - বলা হয়ে থাকে। টাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠান এর নাম এর পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি। সেইসঙ্গে ভাবা দেশের দুটি প্রসিদ্ধ শিক্ষা তথা গবেষণা প্রতিষ্ঠান টাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠান (টি আই এফ আর) ও ট্রম্বে এটোমিক এনার্জি (এ ই ই টি) প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপক ছিলেন ( যা বর্তমানে তাঁর নামে নামকরণ করা হয়েছে)। উভয় প্রতিষ্ঠানই নিউক্লিয়ার অস্ত্রে ভারতের অগ্রগতিতে ভিত্তি হিসেবে কাজ করছিল যেখানে ভাবা স্বয়ং তত্ত্বাবধায়ক রূপে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande