
উত্তর ২৪ পরগনা, ৩০ অক্টোবর, (হি.স.): পানিহাটিতে প্রদীপ করের মৃত্যুর বিচার চেয়ে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস। অভিষেকের বেঁধে দেওয়া 'সারা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর'- এই স্লোগানকে হাতিয়ার করেই বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলের আয়োজন করে শাসকশিবির।
বুধবারই পানিহাটিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে গিয়েছিলেন, বৃহস্পতিবার প্রদীপ করের মৃত্যুর ঘটনায় পথে নামবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিছিলের সুরও বেঁধে দিয়ে গিয়েছিলেন তিনি।
এদিন বিকেলে আগরপাড়া স্টেশন চত্বর থেকে হওয়া প্রতিবাদ মিছিলে পা মেলান অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক। মিছিলে সামিল হয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, স্থানীয় পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-সহ শাসকদলের প্রথম সারির নেতারা।
মিছিল থেকেও আওয়াজ ওঠে, এসআইআরের আবহে NRC চালু করতে দিচ্ছি না, দেব না! পানিহাটিতে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। স্লোগানে কার্যত এদিন মুখরিত হয়ে ওঠে আগরপাড়া অঞ্চল। মিছিল বিটি রোড ধরে এগোনোর পর তেঁতুলতলা মোড়ে গিয়ে শেষ হয়৷
প্রসঙ্গত, ২৮ অক্টোবর থেকে বাংলায় শুরু এসআইআর প্রক্রিয়া। ওইদিনই আতঙ্কে পানিহাটির প্রদীপ করের আত্মহত্যার ঘটনা ঘটে। সুইসাইড নোটে তিনি এনিয়ে আতঙ্কের কথা লিখে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর বুধবার, কোচবিহারের খায়রুল শেখের নাম ভোটার তালিকায় ভুল থাকায় নাগরিকত্ব বাতিলের ভয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। আর বৃহস্পতিবার বাংলাদেশে পুশব্যাকের আতঙ্কে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বীরভূমের ইলামবাজারের ৯৫ বছরের বৃদ্ধের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত