চন্দ্রকান্ত পান্ডিতের স্থলাভিষিক্ত হলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার আভিশেক নায়ার
কলকাতা, ৩১ অক্টোবর(হি.স.): কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রধান কোচ হলেন আভিশেক নায়ার। তিনি চন্দ্রকান্ত পান্ডিতের স্থলাভিষিক্ত হয়েছেন। নায়ার ভারতের প্রাক্তন অলরাউন্ডার ছিলেন। ৪২ বছর বয়সী নায়ারকে নিয়োগ দেওয়ার কথা বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছে কলকাত
চন্দ্রকান্ত পান্ডিতের স্থলাভিষিক্ত হলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার আভিশেক নায়ার


কলকাতা, ৩১ অক্টোবর(হি.স.): কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রধান কোচ হলেন আভিশেক নায়ার। তিনি চন্দ্রকান্ত পান্ডিতের স্থলাভিষিক্ত হয়েছেন। নায়ার

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ছিলেন। ৪২ বছর বয়সী নায়ারকে নিয়োগ দেওয়ার কথা বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

গত মরসুমে চন্দ্রকান্তের কোচিংয়ে কলকাতা নাইটদের বাজে সময় কাটেছে। ১০ দলের আসরে অষ্টম হয় তারা, জিতেছে কেবল পাঁচটি ম্যাচ। এরপর, সবশেষ তিন মরসুমে কলকাতার প্রধান কোচের দায়িত্ব পালন করা চন্দ্রকান্তের সঙ্গে গত জুলাইয়ে কোচের সম্পর্ক শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স।

২০২২ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করেন নায়ার। ২০২৪ সালের আইপিএল জয়ী কলকাতার চন্দ্রকান্তের সহকারী হিসেবে ছিলেন তিনি। পরে গৌতম গাম্ভিরের সহকারী হিসেবে ভারত দলের কোচিং স্টাফে যোগ দেন নায়ার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande