বাংলার ৫ উদীয়মান ক্রিকেটার ও কোচ সৌরাশিস লাহিড়ী একদিনের চ্যালেঞ্জার ট্রফিতে
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : একদিনের চ্যালেঞ্জার ট্রফিতে অনূর্ধ্ব - ১৯, বাংলার পাঁচজন খেলোয়াড় ও কোচ সৌরাশিস লাহিড়ীর সুযোগ মিলল। সিএবি-র তরফেও এদিন তা জানানো হয়েছে। উল্লেখ্য, পুরুষ অনূর্ধ্ব - ১৯, একদিনের চ্যালেঞ্জার ট্রফিতে সেইসঙ্গে বাংলার উদীয
আহমেদাবাদে ৫ উইকেটে বাংলার জয়জয়কার


কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : একদিনের চ্যালেঞ্জার ট্রফিতে অনূর্ধ্ব - ১৯, বাংলার পাঁচজন খেলোয়াড় ও কোচ সৌরাশিস লাহিড়ীর সুযোগ মিলল। সিএবি-র তরফেও এদিন তা জানানো হয়েছে। উল্লেখ্য, পুরুষ অনূর্ধ্ব - ১৯, একদিনের চ্যালেঞ্জার ট্রফিতে সেইসঙ্গে বাংলার উদীয়মান ৫ জন খেলোয়াড়ের নাম রয়েছে। যুধাজিৎ গুহ, অঙ্কিত চ্যাটার্জি, চন্দ্রহাস দাশ, রোহিত কুমার দাস, সায়ন পাল। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ওই খেলার সূচনা হবে। সুদূর অন্ধ্রপ্রদেশের মাটিতে ৫ - ১১ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী ওই ক্রিকেট প্রতিযোগিতার আসর বসছে হায়দ্রাবাদে। শুক্রবার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও তা ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande