মহিলা অনূর্ধ্ব - ২৩, টি - ২০ 'তে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে বাংলার জয়
গুজরাট, ৩১ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ২৩, টি ২০ খেলাতে বাংলার দ্বিতীয় জয়। আহমেদাবাদে এদিন গুজরাটকে (ভি জে ডি পদ্ধতিতে) - পাঁচ উইকেটে হারিয়েছে বাংলার মেয়েরা। ঘরের মাঠে প্রথম ব্যাটিং গুজরাটের। বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই খেলা হয়েছে। এর পরিপ
আহমেদাবাদে ৫ উইকেটে বাংলার জয়জয়কার


গুজরাট, ৩১ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ২৩, টি ২০ খেলাতে বাংলার দ্বিতীয় জয়। আহমেদাবাদে এদিন গুজরাটকে (ভি জে ডি পদ্ধতিতে) - পাঁচ উইকেটে হারিয়েছে বাংলার মেয়েরা। ঘরের মাঠে প্রথম ব্যাটিং গুজরাটের। বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই খেলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ১৩.২ ওভারে ৮ উইকেটে ৭৭ রান। বাংলার বা়ঁ - হাতি স্পিনার সুজাতা দে ফের বল হাতে আক্রমণ শানিয়েছে। ১৬ রানে ৪ উইকেট তুলে নিয়েছে। এদিকে, বাংলার জন্য সংশোধিত লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ১২ ওভারে ৬৬ রানের।যদিও দিনের শেষে ওই খেলায় ১০.২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলা দল ৬৮ রান সংগ্রহ করে। উল্লেখ্য, বাংলার চ্যাম্পিয়নদের নিয়ে চলছে রিলায়েন্স জি - ১, ক্রিকেট প্রতিযোগিতা। গতকাল থেকে ওই প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। প্রথম খেলায় বরোদা'কে হারিয়েছে বাংলা ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande