(আপডেট ) মহিলা বিশ্বকাপ:বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত, মুখোমুখি দক্ষিণ আফ্রিকার
মুম্বই, ৩১ অক্টোবর(হি.স.): প্রাথমিক পর্বে দুই দলের দেখায় রান তাড়া করে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছিল অস্ট্রেলিয়া। সেমি ফাইনালে তার বদলা নিল ভারত। রেকর্ড রান করে অ্যালিসা হিলির দলকে বিদায় করে মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। দ্বিতীয় সেমি-ফাইন
মহিলা বিশ্বকাপ: বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত, মুখোমুখি দক্ষিণ আফ্রিকার


মুম্বই, ৩১ অক্টোবর(হি.স.): প্রাথমিক পর্বে দুই দলের দেখায় রান তাড়া করে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছিল অস্ট্রেলিয়া। সেমি ফাইনালে তার বদলা নিল ভারত। রেকর্ড রান করে অ্যালিসা হিলির দলকে বিদায় করে মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ভারত।

দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার ৫ উইকেটে জিতেছে হারমানপ্রীত কৌরের দল। ফিবি লিচফিল্ডের দারুণ সেঞ্চুরির জবাবে অপরাজিত ১২৭ রানে দুর্দান্ত ইনিংসে ব্যবধান গড়ে দিয়েছেন জেমিমাহ রদ্রিগেজ।অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের লক্ষ‍্য ছুঁয়ে ফেলল ভারত ৯ বল বাকি থাকতে।

এবারের আসরে দুই দলের প্রথম সাক্ষাৎকারে ভারতের ৩৩০ রান তাড়ায় জিতেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ তো বটেই মেয়েদের ওয়ানডেই সেটা ছিল সর্বোচ্চ রান তাড়া করে জয়। তিন সপ্তাহের মধ‍্যে সেই রেকর্ড নিজেদের করে নিয়ে মেয়েদের ক্রিকেটের প্রবল শক্তি সাতবারের চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত।

ভারতের এই জয়ে বড় অবদান ব‍্যাটার জেমিমাহর।তিনি ১৩৪ বলে ১৪ চারে খেলেন ক‍্যারিয়ার সেরা ১২৭ রানের ইনিংস। তার ব‍্যাটে ভর করে ভারত তৃতীয়বারের মতো জায়গা করে নিল ফাইনালে।আগামী রবিবার মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে খেলবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৯.৫ ওভারে ৩৩৮ (পেরি ৭৭, গার্ডনার ৬৩, দীপ্তি ৭৩-২)

ভারত: ৪৮.৩ ওভারে ৩৪১/৫ (জেমিমাহ ১২৭*, হারমানপ্রিত ৮৯, গার্থ ৪৬-২, সাদারল্যান্ড ৬৯-২)

প্লেয়ার অব দা ম্যাচ: জেমিমাহ রদ্রিগেজ

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande