(আপডেট) একাদশীর ভিড়ে হুড়োহুড়ো, অন্ধ্রে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৯
শ্রীকাকুলাম, ১ নভেম্বর (হি.স.): প্রবল ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে শনিবার জানান
(আপডেট) একাদশীর ভিড়ে হুড়োহুড়ো, অন্ধ্রে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৯


শ্রীকাকুলাম, ১ নভেম্বর (হি.স.): প্রবল ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে শনিবার জানানো হয়েছে, শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে বেশ কয়েকজন আহত হন। একাদশী উপলক্ষ্যে মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে। ভক্তদের প্রচণ্ড ভিড়ের ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যার ফলে হঠাৎ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। রাজ্যের কৃষিমন্ত্রী কে. আটচান্নাইদু তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে যান। তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার একাদশী উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল। কী থেকে হুড়োহুড়ি শুরু হল, কেন এই বিপর্যয়, এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, একাদশীর পুজো দিতে একই সময়ে এত বেশি সংখ্যক ভক্ত মন্দিরে চলে এসেছিলেন যে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কি শুরু হয়। সেখান থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সকলে একসঙ্গে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করতে শুরু করেন। তার ফলে এই বিপর্যয় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande