লালু-রাবড়ি শাসন বিহারের জন্য অন্ধকার যুগ ছিল : জে পি নাড্ডা
সিওয়ান, ১ নভেম্বর (হি.স.): বিহারের ভোটারদের এনডিএ-র প্রতি ভরসা রাখার আবেদন জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিহারে উন্নয়ন অব্যাহত রাখার জন্য নীতিশ কুমারকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন তিনি। নাড্ডা শনিবার
জে পি নাড্ডা


সিওয়ান, ১ নভেম্বর (হি.স.): বিহারের ভোটারদের এনডিএ-র প্রতি ভরসা রাখার আবেদন জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিহারে উন্নয়ন অব্যাহত রাখার জন্য নীতিশ কুমারকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন তিনি। নাড্ডা শনিবার বলেন, লালু-রাবড়ি শাসন বিহারের জন্য অন্ধকার যুগ ছিল।

তিনি বলেন, জাতীয় মহাসড়ক, রাজ্য মহাসড়ক, উন্নত সড়ক, এক্সপ্রেসওয়ে সব দিক থেকেই রাস্তার নেটওয়ার্ক রয়েছে। পাটনায় মেট্রোর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। আমরা ১ কোটি লাখপতি দিদি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের ইস্তেহারে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande