ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ে পরিকাঠামোর অভাবে ছাত্রছাত্রীদের বিক্ষোভ
গোপালনগর, ১ নভেম্বর ( হি. স.):- আকাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পরিকাঠামো ঘিরে ক্ষোভে ফেটে পড়ল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। শুক্রবার স্কুল প্রাঙ্গণে তারা বিক্ষোভ দেখায়। অভিযোগ, গত ১২ বছর ধরে মাধ্যমিকের পর
স্কুলে বিক্ষোভ


গোপালনগর, ১ নভেম্বর ( হি. স.):-

আকাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পরিকাঠামো ঘিরে ক্ষোভে ফেটে পড়ল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। শুক্রবার স্কুল প্রাঙ্গণে তারা বিক্ষোভ দেখায়।

অভিযোগ, গত ১২ বছর ধরে মাধ্যমিকের পর থেকে ভূগোল বিষয়টি পড়ানো হলেও স্কুলে এখনও পর্যন্ত কোনো উপযুক্ত প্র্যাকটিক্যাল ল্যাব তৈরি হয়নি। প্রতি বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে ল্যাব নির্মাণের নাম করে অর্থ নেওয়া হলেও কাজ শুরু হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। এর ফলে ভূগোলে নম্বর কম এসেছে অনেকেরই।

ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, স্কুলের পাশে সরকার অনুমোদিত একটি ত্রাণ শিবির তৈরি করা হলেও তা প্রধান শিক্ষক দখল করে রেখেছেন। শনিবার প্রায় তিন ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর প্রধান শিক্ষকের লিখিত আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভ প্রত্যাহার করা হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande