
বেঙ্গালুরু , ১ নভেম্বর (হি.স.) : শনিবার কর্ণাটক তার ৭০তম কন্নড় রাজ্যোৎসব উদযাপন করছে। ১৯৫৬ সালের ১ নভেম্বর রাজ্যটি গঠিত হওয়ার পর থেকে প্রতিবছর এ দিন কন্নড় ভাষাভাষী সব অঞ্চলের সংযুক্তি ও কন্নড়দের ঐক্য উদযাপনের প্রতীক হিসেবে পালন করা হয়। উৎসবের মূল অনুষ্ঠানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দেবী ভূবনেশ্বরীকে পুস্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন এবং বেঙ্গালুরুর রাজ্যোৎসব অনুষ্ঠানে ভাষণ দেবেন। তিনি জাঠার (পতাকা ) উত্তলোন করে এবং সন্ধ্যায় ৭০ জন বিশিষ্ট ব্যক্তিকে কন্নড় সাহিত্য, শিল্প, সিনেমা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ইত্যাদিতে অবদানের জন্য সম্মাননা প্রদান করবেন। কন্নড় সাহিত্য পরিষদ এই উপলক্ষে তাদের প্রকাশিত সাহিত্যকর্মে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এছাড়া রাজ্যজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যা কন্নড় ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে সামনে তুলে ধরছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য