
হাওড়া, ১ নভেম্বর ( হি. স.): রাজ্যজুড়ে এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে এস আই আর । কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম বাদ পড়বে—এই নিয়েই সরগরম পাড়ার মোড়, চায়ের দোকান থেকে শুরু করে বাজার-মণ্ডল। এমন আবহেই অভিনব উদ্যোগে নজর কেড়েছে হাওড়ার রানীহাটির এক মিষ্টির দোকান।
দোকানটি ‘এস আই আর’ নামে বিশেষ সন্দেশ বাজারে এনেছে, যা ইতিমধ্যেই গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে। জানা গেছে, সন্দেশের উপর নকশা করে ক্রীম দিয়ে লেখা হয়েছে “SIR” শব্দটি। প্রতি পিসের দাম রাখা হয়েছে ২০ টাকা। শনিবার দোকানে এসে ক্রেতারা চমকে যান এই নতুন ডিজাইনের মিষ্টি দেখে এবং অনেকে কিনেও নেন তা।
দোকানের মালিক দেবাশীষ পালুই জানান, “এস আই আর এখন রাজ্যজুড়ে আলোচ্য বিষয়। একজন বৈধ ভোটার যাতে বাদ না পড়ে, সেই সামাজিক বার্তাই এই মিষ্টির মাধ্যমে দিতে চেয়েছি।” ইতিমধ্যেই রানীহাটি মোড়ে ‘এস আই আর মিষ্টি’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলেই জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়