গণ্ডাছড়ায় অভাবের তাড়নায় সন্তান বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস মহকুমা শাসকের
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, গত ১৬ অক্টোবর গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে জন্ম নেওয়া এক কন্যা সন্তানকে অভাবের তাড়নায় মাত্র দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। এই অভিযোগ তুলেছে গণ্ডাছড়
মহকুমা শাসককে ডেপুটেশন


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, গত ১৬ অক্টোবর গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে জন্ম নেওয়া এক কন্যা সন্তানকে অভাবের তাড়নায় মাত্র দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। এই অভিযোগ তুলেছে গণ্ডাছড়া সিপিআইএম দলীয় নেতৃত্ব।

শনিবার গণ্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং-এর সঙ্গে সাক্ষাৎ করে পাঁচ দফা দাবিসহ একটি স্মারকপত্র জমা দেয় সিপিআইএম-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপুরা, সুশান্ত হাজারী, অর্চনা দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকপত্রে উল্লেখ করা হয়, মহকুমার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের হলুদঝাড়ি পাড়ার বাসিন্দা সূর্যবাহন চাকমার স্ত্রী ওই কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, চরম অভাবের কারণে সূর্যবাহন চাকমা নবজাতক কন্যাকে দশ হাজার টাকার বিনিময়ে স্থানীয় এক ব্যক্তির হাতে তুলে দেন।

দলীয় নেতৃত্বরা আরও অভিযোগ করেন, দীন দরিদ্র সূর্যবাহন চাকমা এপিএল কার্ডধারী হওয়ায় সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর পরিবারকে বিপিএল কার্ডে অন্তর্ভুক্ত করা এবং আবাস যোজনার ঘর প্রদান করার দাবিও জানানো হয়।

এই অভিযোগের প্রেক্ষিতে মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং জানান, প্রশাসনের কাছে এমন কোনও ঘটনার খবর নেই। তবে বিষয়টি যদি সত্য হয়, তাহলে তা নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। পাশাপাশি, প্রতিনিধিদের দাবী অনুযায়ী দীন দরিদ্র সূর্যবাহন চাকমার পরিবারের পাশে প্রশাসন দাঁড়াবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিক।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande