বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনে আগুন, ছড়ালো চাঞ্চল্য
শান্তিনিকেতন, ১৮ নভেম্বর (হি.স.): বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে ভাষা ভবনের দোতলার এসির আউটডোর ইউনিটে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনে আগুন, ছড়ালো চাঞ্চল্য


শান্তিনিকেতন, ১৮ নভেম্বর (হি.স.): বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে ভাষা ভবনের দোতলার এসির আউটডোর ইউনিটে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু তার পরেও ধোঁয়া বেরোতে দেখা গেলে দমকলে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ভরে যায় ভাষা ভবন চত্বর। নিরাপত্তা রক্ষীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কারণে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে, ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande