আপার মুস্তাং ভ্রমণে বন্ধ এককালীন পারমিট
কাঠমান্ডু, ১৯ নভেম্বর (হি.স.) : আপার মুস্তাং ভ্রমণে আর বাধ্যতামূলকভাবে ১০ দিনের জন্য এককালীন ৫০০ ডলার দিয়ে পারমিট নিতে হবে না। পরিবর্তে প্রত্যেক বিদেশিকে এখন থেকে প্রতিদিন ৫০ ডলার করে দিতে হবে। বুধবার এ খবর জানান নেপাল সরকারের মুখপাত্র ও তথ্য-প্রযু
আপার মুস্তাংয়ে প্রতিদিন বিদেশিদের জন্য নতুন করে ৫০ ডলার ফি


কাঠমান্ডু, ১৯ নভেম্বর (হি.স.) : আপার মুস্তাং ভ্রমণে আর বাধ্যতামূলকভাবে ১০ দিনের জন্য এককালীন ৫০০ ডলার দিয়ে পারমিট নিতে হবে না। পরিবর্তে প্রত্যেক বিদেশিকে এখন থেকে প্রতিদিন ৫০ ডলার করে দিতে হবে। বুধবার এ খবর জানান নেপাল সরকারের মুখপাত্র ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী জগদীশ খড়েল।

সরকারি নয়া সিদ্ধান্তে পর্যটকদের সুবিধা হলেও আপার মুস্তাংয়ের বিশেষ মর্যাদা অপরিবর্তিত থাকছে। আগে সেখানে যেতে হলে ন্যূনতম ১০ দিনের পারমিট বাধ্যতামূলক ছিল। অতিরিক্ত দিন থাকলে প্রতিদিন আরও ৫০ ডলার করে বাড়তি দিতে হতো। নতুন নিয়মে কে কত দিন থাকবেন, তার উপরই নির্ভর করবে মোট খরচ। অর্থাৎ নতুন নিয়মে পর্যটকদের খরচ দিনপ্রতি নির্ভর হবে।

প্রশাসনের মতে, ফি-র কাঠামো বদলে বিদেশিদের আগ্রহ বাড়বে। এককালীন বেশি পারমিট ফি-র জন্য এতদিন খুব কম পর্যটকই পৌঁছাতে পারতেন। নতুন ব্যবস্থায় সেই পরিস্থিতি বদলাতে পারে বলেই আশা স্থানীয় প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande