
পাটনা, ২০ নভেম্বর (হি.স.): বিহারে এনডিএ-এর জয় ছিল ঐতিহাসিক, বৃহস্পতিবার নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে এই মন্তব্য করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তিনি বলেন, ''বিহারে এনডিএ-র জয় ঐতিহাসিক জয় ছিল। নীতিশ কুমার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই নির্বাচনে বিহারের জনগন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিশ কুমার জি-র উপর আস্থা রেখেছেন এবং দেশের মানুষ তা দেখেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির পাশাপাশি এনডিএ-র শীর্ষ নেতৃত্ব যোগ দেন। এই নিয়ে টানা ১০-বার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ। উপ মুখ্যমন্ত্রী হয়েছেন সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা