
পার্থ, ২২ নভেম্বর (হি.স.) :প্রথম ইনিংসে ইংল্যান্ড লিড নিয়েও স্বস্তি পেল না। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিদ্ধস্ত হল ইনল্যান্ড। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ে আরও একবার দুইশর আগে গুটিয়ে গেল তারা।
পেসার গুস অ্যাটকিন্স করেন সর্বোচ্চ ৩৭ রান। অলি পোপ ৩৩, বেন ডাকেট ২৮ ও ব্রাইডন কার্স করেন ২০। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ৩৩ রানে নেন ৪ উইকেট। মিচেল স্টার্ক ও ব্রেন্ডন ডগেটের শিকার ৩টি করে। মোট ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা স্টার্ক।
লক্ষ্য তাড়ায় ইনিংস শুরু করতে নেমে ঝড় তুললেন ট্রাভিস হেড। উপহার দিলেন বিস্ফোরক সেঞ্চুরি। দুই দিনেই ইংলিশদের গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে শনিবার ৮ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। হেড-ঝড়ে ২০৫ রানের লক্ষ্য স্রেফ ২৮.২ ওভারে ছুঁয়ে ফেলে তারা। অষ্ট্রেলিয়া রান তুলেছে ওভারপ্রতি ৭+, বাজবলের চেয়েও দ্রুততার সঙ্গে।
হেডের সেঞ্চুরিটি দ্রুততম। তার ৮৩ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও ৪টি ছয়ের মার। মার্নাস লাবুশেন ৪৯ বলে করেন ৫১। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেটই নেন ব্রাইডন কার্স।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি