গুয়াহাটি দ্বিতীয় টেস্ট: প্রোটিয়াদের রান উৎসব, ‘ভুলভাল’ নেতৃত্ব দিয়ে বিপাকে পান্ত, চাপের মুখে ভারত
গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : গুয়াহাটির দ্বিতীয় টেস্টে ভারতের ওপর রানের বোঝা চাপিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিনে সফরকারীদের ৬ উইকেট তুলে নিলেও রবিবার ভারতীয় বোলাররা রীতিমত হতাশ করেছেন। আর ভারপ্রাপ্ত অধিনায়ক ঋষভ পন্থ-এর ''ভুল ভাল'' সিদ্ধান্ত ন
গুয়াহাটি দ্বিতীয় টেস্ট:  প্রোটিয়াদের রান উৎসব, ‘ভুলভাল’ নেতৃত্ব দিয়ে বিপাকে পান্ত, চাপের মুখে ভারত


গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : গুয়াহাটির দ্বিতীয় টেস্টে ভারতের ওপর রানের বোঝা চাপিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিনে সফরকারীদের ৬ উইকেট তুলে নিলেও রবিবার ভারতীয় বোলাররা রীতিমত হতাশ করেছেন। আর ভারপ্রাপ্ত অধিনায়ক ঋষভ পন্থ-এর 'ভুল ভাল' সিদ্ধান্ত নিয়ে তো তৈরি হয়েছে সমালোচনা। বোলার সেনুরান মুথুসামি সেঞ্চুরি হাঁকিয়েছেন! তিন অংকের খুব কাছে গিয়ে আউট হয়েছেন মার্কো ইয়ানসেন। প্রোটিয়াদের প্রথম ইনিংস থেমেছে ৪৮৯ তে।

এদিন সপ্তম উইকেটে ২৩৭ বলে ৮৮ রানের জুটি গড়েছেন সেনুরান মুথুসামি এবং কাইল ভেরাইনা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের কোনও বোলারই এই জুটি আউট করতে পারেননি। বুমরাহ, জাদেজা, সিরাজ, কুলদীপ, ওয়াশিংটনদের পন্ত ব্যবহার করেও সাফল্য পান নি। গতকালের ব্যর্থতার পর ঋষভ পন্থ আর নিতিশ রেড্ডিকে দিয়ে বল করাননি! প্রথম ইনিংসে তিনি বল করেছেন মাত্র ৬ ওভার! অথচ তাকে নেওয়া হয়েছিল মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নেওয়া জন্য। ভারতের বোলারদের মধ্যে বুমরাহ, সিরাজ, জাদেজা নিয়েছেন ২টি করে উইকেট আর কুলদীপ নিয়ে ৪টি উইকেট।

যাইহোক, রানের বোঝা মাথায় নিয়ে ভারত দিনের শেষে বিনা উইকেটে ৯ রান করেছে। ব্যাট করছেন জয়স ওয়াল(৭) ও লোকেস রাহুল(২)। এখনও চাপের মুখে ভারত, পিছিয়ে রয়েছে ৪৮০ রানে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande