অনুপ্রেরণামূলক সোনালী পথ তৈরির জন্য ভারতীয় মুষ্টিযোদ্ধাদের অভিনন্দন শাহর
নয়াদিল্লি, ২৪ নভেম্বর, (হি.স.): “আমাদের মুষ্টিযোদ্ধাদের অসাধারণ মান!” সোমবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “২০২৫-এর বিশ্ব মুষ্টিযুদ্ধ কাপের ফাইনালে আমাদের দলকে আন্তরিক অভিনন্দন, ৯টি স্বর্ণ,
ভারতীয় মুষ্টিযোদ্ধাদের অভিনন্দন শাহর


নয়াদিল্লি, ২৪ নভেম্বর, (হি.স.): “আমাদের মুষ্টিযোদ্ধাদের অসাধারণ মান!” সোমবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “২০২৫-এর বিশ্ব মুষ্টিযুদ্ধ কাপের ফাইনালে আমাদের দলকে আন্তরিক অভিনন্দন, ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ সহ ২০টি পদক জয়ের জন্য, যা আমাদের জাতির গর্বকে পরবর্তী স্তরে উন্নীত করেছে। আপনাদের কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি এবং দক্ষতা উদীয়মান ক্রীড়াবিদদের জন্য একটি অনুপ্রেরণামূলক সোনালী পথ তৈরি করেছে। সাফল্য সর্বদা আপনাদের পথে উজ্জ্বল হোক।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande