
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে জানানো হয়েছে, রাজস্থানের জয়পুরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রতিটি নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।
রবিবার রাতের পর সোমবার রাজস্থানে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সোমবার রাজস্থানের জয়পুরে ঘটেছে দুর্ঘটনাটি। এদিন দুপুরে জয়পুরের লোহামান্ডি রোডের উল্টো লেনে ঢুকে পড়ে একটি ডাম্পার। পুলিশ জানিয়েছে, ওই ডাম্পারের চালক মদ্যপ ছিল। ডাম্পারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, সেই সময় ছিল প্রচণ্ড গতি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই ডাম্পারের চালক কিছুতেই গাড়ির গতি কমাননি। রাস্তায় থাকা বাইক, চারচাকা গাড়িগুলিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। প্রায় ৫ কিলোমিটার দূরে গিয়ে ডাম্পারটি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারীদের দল। ইতিমধ্যেই ওই ডাম্পার চালক গ্রেফতার হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা