আরজেডি ও কংগ্রেসের জন্য বিহারের জনগণকে বহু বছর কষ্ট ভোগ করতে হয়েছে : প্রধানমন্ত্রী
সহর্ষা, ৩ নভেম্বর (হি.স.): আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের সহর্ষায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেন, আরজেডি এবং কংগ্রেসের প্রতিশোধের রাজনীতির কারণে বিহারের জনগণকে বছরের পর বছর ধরে কষ্
প্রধানমন্ত্রী


সহর্ষা, ৩ নভেম্বর (হি.স.): আরজেডি ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের সহর্ষায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেন, আরজেডি এবং কংগ্রেসের প্রতিশোধের রাজনীতির কারণে বিহারের জনগণকে বছরের পর বছর ধরে কষ্ট ভোগ করতে হয়েছে। তাদের অভিধান সন্ত্রাস, নিষ্ঠুরতা, তিক্ততা, খারাপ আচরণ, খারাপ শাসন, এবং দুর্নীতি এর মতো শব্দে ভরা। জঙ্গল রাজের স্কুলে তারা এই সবই শিখেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আরজেডি এবং কংগ্রেসের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির কারণে বিহারের জনগণ বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে। একটা সময় ছিল যখন কোশি-মিথিলা অঞ্চলের একটি বড় অংশের মানুষকে নদী পার হতে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হত। এখন এই যাত্রা ৩০ কিলোমিটারেরও কম হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আরজেডি হোক বা কংগ্রেস, উন্নয়নের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এনডিএ উন্নয়নের সঙ্গে পরিচিত, আর আরজেডি-কংগ্রেস জোট ধ্বংসের সঙ্গে পরিচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande